IQNA

কুরআনের হাফেজ হলেন একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী তিন শিশু + ভিডিও

0:03 - March 10, 2018
সংবাদ: 2605227
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের বানী সুইভ প্রদেশের একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাই ও এক বোন সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।



বার্তা সংস্থা ইকনা: দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে এক ভাই প্রাথমিক স্কুলের ছাত্র। তিনি কুরআন হেফজের ব্যাপারে বলেন: আমি যখন স্কুল থেকে বাড়িতে আসি তখন কুরআন তিলাওয়াত করি এবং বিভিন্ন ক্বারিদের তিলাওয়াত শ্রবণ করি।
তিনি বলেন: বাবা-মায়ের অফুরন্ত উৎসাহের ফলে তিনি ও তার ভই ও বোন সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছেন।
মিশরের এই তিনি দৃষ্টি প্রতিবন্ধীর পিতা বলেন: "পবিত্র কুরআন মানুষের মনুষ্যত্বকে তৈরি করা এবং আমি শৈশবকাল থেকে এই শিশুদের মাঝে কুরআন প্রতি আকর্ষণ ও ভালোবাসা সৃষ্টি করেছি।
এ ব্যাপারে মিশরের সানা আল-খাইর দাতব্য ফাউন্ডেশনের বোর্ডের প্রধান মুস্তাফা যামযাম বলেন: এসকল শিশুদের চোখের অপারেশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং তাদের চিকিৎসা বিনামূল্যে করা হবে।
iqna

কুরআনের হাফেজ হলেন একই পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী তিন শিশু

 

captcha