IQNA

শুধুমাত্র নিকৃষ্ট ব্যক্তিরাই আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে

0:44 - March 11, 2018
সংবাদ: 2605239
আল্লাহ প্রদত্ত অপরিসীম নেয়ামতের শোকরজ্ঞাপন এবং সেগুলোর যথাযথ ব্যবহার প্রত্যেক বান্দার ঈমানি দায়িত্ব। অনুরূপভাবে অন্যের উপকার ও মহানুভবতার প্রতি সম্মান দেয়াও প্রত্যেকের নৈতিক দায়িত্ব।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত আয়াতুল্লাহ মুহাম্মাদি রেই শাহরি আজ সোমবার পবিত্র কুরআনের এক তাফসীর অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: পবিত্র কোরআনে কয়েকটি কর্মকে কুফর বা আল্লাহর প্রতি অস্বীকারের সাথে তুলনা করা হয়েছে, তম্মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ প্রদত্ত অপরিসীম নেয়ামতের অস্বীকার করা। আল্লাহ মানুষকে নানাবিধ নেয়ামত এবং অনুগ্রহ দান করেছেন, আর এগুলোর মাধ্যমে তিনি মানুষকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন উপায়ে পরীক্ষা নিয়ে থাকেন।

তিনি বলেন: কাফের ব্যক্তিকে এ কারণে কাফির বলা হয় যে, সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। অনুরূপভাবে কেউ যদি আল্লাহর প্রদত্ত নেয়ামতসমূহকে একের পর এক অস্বীকার করে এবং আল্লাহর নাফরমানি তথা অবাধ্যতায় মত্ত থাকে, তাহলে সে ব্যক্তিও এক অর্থে অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত। আর চরম নিকৃষ্ট ব্যক্তিরাই আল্লাহর নেয়ামত এবং অন্যের উপকারসমূহ অস্বীকার করতে পারে।

এ বিশিষ্ট মুসলিম গবেষক পরকালকে মানব জাতির জন্য চিরন্তন আবাস স্থল হিসেবে অভিহিত করে বলেন: পরকাল হচ্ছে চিরস্থায়ী ও অপরিসীম। যেখানে এ পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের পর মানুষ চিরস্থায়ী এবং অনন্তকাল অবধি বসবাস করবে। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের বর্ণনায় পরকালকে ‘মুলকে আজীম’ তথা এক বিশাল ও বিস্তীর্ণ আবাসস্থল কিংবা রাজ্য। যা এ পৃথিবীর ক্ষণস্থায়ী ও সমস্যা জর্জরিত জীবনের সাথে কোন অবস্থাতে তুলনাযোগ্য নয়।

captcha