IQNA

পবিত্র বায়তুল মুকাদ্দাসে ৫ হাজার বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

15:56 - March 16, 2018
সংবাদ: 2605276
আন্তরজাতিক ডেস্ক: ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে প্রায় পাঁচ হাজার বাড়ি ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। ১৯৬৭ সালে বায়তুল মুকাদ্দাস শহরটি দখল করে নেয়ার পর থেকে এসব বাড়ি ধ্বংস করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়।

পবিত্র বায়তুল মুকাদ্দাসে ৫ হাজার বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি ভূমি গবেষণা কেন্দ্রের (এলআরসি) তৈরি করা প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০০ থেকে ২০১৭ সালের মধ্যে ১,৭০৬টি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল। এতে ৯,৪২২ জন ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন, যার মধ্যে ৫,৪৪৩টি শিশু রয়েছে।

ইসরাইলের দখলে থাকা বায়তুল মুকাদ্দাস শহরে তিন লাখ ৮০ হাজার লোকের বসবাস রয়েছে, যাদের জন্য বছরে দু’হাজার আবাসিক ইউনিট দরকার। কিন্তু বায়তুল মুকাদ্দাস সিটি কর্পোরেশন এমন কিছু আইন-কানুন করে রেখেছে যে, সেখানে ফিলিস্তিনদের জন্য ঘর-বাড়ি বানানো অসম্ভব হয়ে পড়েছে।

এলআরসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধের সময় ৭০ হাজার ফিলিস্তিনি বায়তুল মুকাদ্দাস শহর থেকে উদ্বাস্তু হয়েছেন এবং তাদের আর এ শহরে ফিরে আসতে দেয়নি ইহুদিবাদী ইসরাইল। এছাড়া ১৯৪৮ সালের যুদ্ধে বায়তুল মুকাদ্দাসে ৩৯টি গ্রাম ধ্বংস করে ইহুদিবাদীরা, যার কারণে এক লাখ ৯৮ হাজার ফিলিস্তিনি উদ্বাস্তু হন। সময়ের কণ্ঠস্বর

captcha