IQNA

মিনেসোটা মসজিদে বোমা হামলাকারীদের গ্রেফতার করেছে পুলিশ

22:41 - March 16, 2018
সংবাদ: 2605278
আন্তর্জাতিক ডেস্ক: ফেডারেল পুলিশ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে মিনেসোটা প্রদেশের ব্লুমিংটনের শহরের দারুল ফারুক মসজিদ বোমা হামলার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।


বার্তা সংস্থা ইকনা: ফেডরেল পুলিশের তথ্য অনুযায়ী, দারুল ফারুক মসজিদের বোমা হামলার অভিযোগে মাইকেল ম্যাকভিয়ার (২৯), মাইকেল বি হ্যারি (৪৭) এবং জো মরিসকে (২২) গ্রেফতার করা হয়েছে।
মাইকেল ম্যাকভিয়ার নিজের দোষ স্বীকার করে বলেছ: কাউকে হত্যা করার উদ্দেশ্য আমাদের ছিলো না। শুধুমাত্র মুসলমানদের ভয় দেখানো এবং আমেরিকায় তাদের কোন স্থান নেই –এই কথা বলার জন্য আমরা মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়েছি।
ম্যাকভিয়ার আরও বলেছে: মসজিদে বোমা বিস্ফোরণের ধারণাটি হ্যারির ছিলো এবং ভিতরে প্রবেশের জন্য মরিস ছোট হাতুড়ি দিয়ে মসজিদের জানালার কাচ ভাঙ্গে।
মরিস বলে: মসজিদে বোমা বিস্ফোরণের জন্য হ্যারি আমাকে এবং ম্যাকভিয়ারকে ১৮ হাজার ডলার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।
ব্লুমিংটন পুলিশের প্রধান জেফ পোটেস বলেন: হামলাকারীদের গ্রেফতার করা অতি জরুরী ছিল এবং এই তদন্ত অগ্রগতির জন্য আমরা অনেক আনন্দিত।
উল্লেখ্য, দারুল ফারুক মসজিদ এবং ইসলামিক সেন্টারে ২০১৭ সালের ৫ম আগস্টে স্থানীয় সময় ভোর ৫:০৫ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের সময় মসজিদের ভিতরে ২০ জন মুসল্লি ছিলো।
iqna

 

captcha