IQNA

আজমান কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ১৭১৯ জন প্রতিযোগীর অংশগ্রহণ

23:56 - June 17, 2018
সংবাদ: 2606007
আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতে ৮তম বার্ষিকী কুরআন ও সুন্নত প্রতিযোগিতায় ৫৬টি স্কুলের ১৭১৯ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

আজমান কুরআন তিলিাওয়াত প্রতিযোগিতায় ১৭১৯ জন প্রতিযোগির অংশগ্রহণ


বার্তা সংস্থা ইকনা: আমিরাতে ৮তম বার্ষিকী কুরআন ও সুন্নত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেদেশের সরকারী, প্রাইভেট এবং ইন্টারন্যাশনাল স্কুলের ১৭১৯ জন শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
এসকল প্রতিযোগীদের মধ্যে ২৭১ জন প্রতিযোগী বিজয়ী হয়েছে। বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার হিসেবে সাড়ে ৮ লাখ দিরহাম উপহার দেয়া হয়েছে।
৮তম বার্ষিকী কুরআন ও সুন্নত প্রতিযোগিতার কুরআন প্রতিযোগিতায় ৮৮৯ জন, হাদিস প্রতিযোগিতায় ৬২৬ জন, ইসলামি ফিকাহ প্রতিযোগিতায় ২০৩ জন অংশগ্রহণ করেছেন। এসকল প্রতিযোগীদের মধ্যে ২৭১ জন প্রতিযোগী বিজয়ী হয়েছে। বিজয়ীদের মধ্যে ১৫০ জন মহিলা এবং ১২১ জন পুরুষ।
এ বছরে এই প্রতিযোগিতায় দুটি বিষয় যোগ করা হয়েছে। একটি বৈজ্ঞানিক গবেষণা এবং অপরটি মাদার্স। প্রথম বিভাগে ১৯ জন এবং দ্বিতীয় বিভাগে ৬৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এই দুটি বিভাগ যোগ হওয়ার ফলে চলতি বছর এই প্রতিযোগিতা মোট ৫টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
iqna

 

captcha