IQNA

ব্রিটেনের বাজারে সালাম সিস্টার্সের প্রবেশ + ছবি

23:59 - June 18, 2018
সংবাদ: 2606014
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ব্রিটেনের বাজারে "সালাম সিস্টার্স" নামক হিজাবী পুতুল প্রবেশ করেছে। পুতুলটি বাজারে প্রবেশের পরপরই মেয়েদের আদর্শ এবং মুসলিম নারীদের প্রতীক হিসেবে খ্যাতি অর্জন করেছে।

ইমাম মাহদীর (আ.) আবির্ভাবের সময় কখন?
বার্তা সংস্থা ইকনা: এই পুতুলগুলো বিশ্বের বিভিন্ন জাতি এবং বর্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নির্মাণ করা হয়েছে। এই হিজাবী পুতুল তৈরির মুল উদ্দেশ্য হচ্ছে ছোট মেয়েদের ইতিবাচক চিন্তাভাবনা, ধর্ম ও জাতিগত ভাবে শক্তিশালী করার জন্য অনুপ্রাণিত করা।
এই পুতুলটির ডিজাইন এবং নির্মাণের পরিকল্পনা zileej কোম্পানি গ্রহণ করেছে। এই কোম্পানিটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, অস্ট্রেলিয়া এবং কানাডায় এর শাখা রয়েছে। এই কোম্পানি শিশুদের জন্য বিভিন্ন ধরণের খেলনা ও শিক্ষামূলক খেলনা তৈরি করে বাজারে ছাড়ে। এছাড়াও নতুনত্ব খেলনা নির্মাণের মাধ্যমে বিশ্ববাসীর নিকটে ইসলামী জীবনধারা চিত্র তুলে ধরে।
বর্তমানে এই কোম্পানির পক্ষ থেকে ব্রিটেনের বাজারে "সালাম সিস্টার্স" নামক হিজাবী পুতুল প্রবেশ করেছে। অবশ্য অনলাইনের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে "সালাম সিস্টার্স" পুতুলটি ক্রয় করে সংগ্রহ করা সম্ভব।
পুতুলটির বাক্সে একটি গল্পের বই, চিরুনি এবং দুটি স্ফট রয়েছে, যাতে করে শিশুকন্যারা এসকল জিনিস ব্যবহার করে খেলা করতে পারে। এছাড়াও পুতুলের সাথে শিক্ষামূলক বইটি অধ্যয়ন করে প্রতিটি পুতুল সম্পর্কে তাদের ধারণ হবে। বইটির প্রত্যেক স্থানে মুসলিম নারীদের জীবনের ঘটনা, তাদের জীবন যাপন করার পদ্ধতি এবং সফলতার ব্যাপারে বর্ণনা করা হয়েছে।
iqna

captcha