IQNA

নামাযের মাধ্যমে দু:খ ও বেদনা দূরীভূত হয়

15:25 - September 23, 2018
সংবাদ: 2606786
নামায মহান আল্লাহর সাথে বান্দাদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে কার্যকর মাধ্যম। নামায মানুষকে খোদামুখী করে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে রাখে। নামাযের মাধ্যমে মানুষ আত্মিক শান্তি ও সুখ অনুভব করতে পারে।

নামাযের মাধ্যমে দু:খ ও বেদনা দূরীভূত হয়

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নামায ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। প্রতিদিন পাচ ওয়াক্ত নামায আদায় করা একজন মু’মিন ও ঈমানদার ব্যক্তির উপর ফরজ। হাদীসের বর্ণনা অনুযায়ী নামায মানুষকে অন্যায় ও মন্দ কর্ম থেকে বিরত রাখে।

মানুষ যখন নানাবিধ দু:খ ও কষ্ট ও মুসিবাতের শিকার হয়, তখন যদি একাগ্রচিত্তে আল্লাহর দরবারে নামায আদায় করে, তখন তার সে পাহাড়সম দু:খ ও কষ্ট নিমিষেই নি:শেষ হয়ে যায়। এ সম্পর্কে ইমাম জাফর সাদীক (আ.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে,

যখন দু:খ ও কষ্ট চারিদিক থেকে তোমাদেরকে আক্রান্ত করবে, তখন অযু করে মসজিদে গমণ করবে এবং সেখানে দু’রাকাত নফল নামায আদায় করবে। অত:পর নামায শেষে আল্লাহর প্রতি দু’হাত তুলে প্রার্থনা করবে, যাতে তিনি তোমার দু:খ-কষ্টের অবসান করেন। কেননা স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বর্ণনা করেছেন যে,  

 "وَ اسْتَعِينُوا بِالصَّبْرِ وَ الصَّلاَةِ".

অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে আমার নিকট সাহায্য কামনা কর।

এমনকি আল্লাহর রাসূলও (সা.) যখন তার পরিবারবর্গের কোন সদস্য কিংবা কোন সাহাবি বিপদাপদের শিকার হতেন, তখন তিনি আদেশ করতেন নামায আদায়ের মাধ্যমে উক্ত বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে।

captcha