IQNA

ইয়েমেন বড় দুর্যোগের প্রান্তে রয়েছে; জাতিসংঘ

22:19 - December 03, 2018
সংবাদ: 2607431
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী এক বিবৃতিতে বলেছেন: "বর্তমানে ইয়েমেন বড় দুর্যোগের প্রান্তে রয়েছে।"

বার্তা সংস্থা ইকনা: জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক শনিবার ইয়েমেন পরিদর্শনের পর ঘোষণা করেছেন: ইয়েমেন একটি বড় দুর্যোগের প্রান্তে অবস্থান করছে। তবে, এখনও এই দুর্যোগ থেকে ইয়েমেনকে মুক্তি দেওয়ার সময় আছে।

মার্ক লোকক আরও বলেন: ২০১৭ সাল থেকে ইয়েমেনের জনগণের পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে। তবে এখনও এই পরিস্থিতি থেকে সেদেশের জনগণকে মুক্তি দেওয়ার সময় রয়েছে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: ইয়েমেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তাদের নিকট আমাদের আহ্বান তারা যেন সেদেশে মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রে বাধা হয়ে না দাড়ায়।

উল্লেখ্য, জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্ক লোকক বৃহস্পতিবার ইয়েমেনে প্রবেশ করেছে এবং সেদেশের মানবিক পরিস্থিতি সম্পর্কে তিনি পর্যবেক্ষণ করেছেন।

iqna

 

captcha