IQNA

যুদ্ধকে ইসরাইলের ভেতরে নেয়ার পরিকল্পনা নিয়েছে হিজবুল্লাহ

22:54 - December 04, 2018
সংবাদ: 2607441
আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর টানেল বন্ধের নামে লেবানন সীমান্তে সামরিক অভিযান শুরু করেছে। ইসরাইল দাবি করছে, হিজবুল্লাহ ইসরাইল অধিকৃত এলাকার কাছে এসব টানেল তৈরি করেছে।

যুদ্ধকে ইসরাইলের ভেতরে নেয়ার পরিকল্পনা নিয়েছে হিজবুল্লাহপার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: গতকাল (মঙ্গলবার) টুইটার বার্তায় এ অভিযানের কথা জানিয়েছে ইসরাইল। টুইটার বার্তায় বলা হয়েছে, লেবানন সীমান্তবর্তী মেতুলাসহ কয়েকটি এলাকাকে ‘সামরিক জোন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এক সপ্তাহ মতো এ অভিযান চলবে বলে অন্য এক সেনা কর্মকর্তা আভাস দিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেপটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস দাবি করেছেন, ইসরাইল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। তবে চলমান সামরিক অভিযান লেবাননের ভেতরে চালানো হবে না বরে তিনি জানান।

কনরিকাস জানান, এসব টানেল এখনো সামরিক অভিযানের জন্য প্রস্তুত করা হয় নি এবং এখনই সেগুলো ইসরাইলের জন্য হুমকি হয়ে দেখা দেয় নি। তিনি দাবি করেন, যুদ্ধকে ইসরাইলের ভেতরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে হিজবুল্লাহ।
iqna

captcha