IQNA

তিউনিশিয়ায় ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

21:34 - December 08, 2018
সংবাদ: 2607482
আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ায় হেফজ, তাফসির এবং তারতিলের আলোকে ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ৮ম ডিসেম্বর থেকে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তিউনিশিয়ার কুরতাজ শহরের মালিক বিন আনাস বিশ্ববিদ্যালয়ে ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শনিবার থেকে শুরু হয়েছে এবং একাধারে ১৩ই ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান হেফজ, তাফসির এবং তারতিলের আলোকে "আল্লামা ইবনে আরাফা" শিরোনামে অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিযোগিতায় বিশ্বের ২২ দেশের ৩১ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
তিউনিশিয়ায় ১৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান আজ তথা ৮ম ডিসেম্বর সাড়ে ৯ টা থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিউনিশিয়ার ধর্মীয় মন্ত্রী আহমেদ আযুম বক্তৃতা পেশ করেন।
iqna

 

 

captcha