IQNA

আযান সরাসরি সম্প্রচার করা হবে: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

19:33 - March 20, 2019
সংবাদ: 2608164
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সেদেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয় উল্লেখ করে ঘোষণা করেছেন: নিউজিল্যান্ডের মিডিয়াসমূহ আগামী শুক্রবার সরাসরি আজান সম্প্রচার করবে।

বার্তা সংস্থা ইকনা: ডানপন্থী বর্ণবাদী আদর্শ নির্মূলের লক্ষ্যে বিশ্বজুড়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ হামলার প্রেক্ষাপটে গতকাল বুধবার এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

একই সঙ্গে তিনি অভিবাসন বৃদ্ধির মাধ্যমে বর্ণবাদ উসকে দেওয়ার ধারণা প্রত্যাখ্যান করেন। এ ছাড়া গতকাল ক্রাইস্টচার্চ শহর পরিদর্শনে যান এবং আগামী শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডে দুই মিনিটের নীরবতা কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে মুসলিমদের প্রতি সংহতি জানাতে জুমার নামাজ রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারের নির্দেশ দেন।

ডানপন্থী জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে প্রশ্ন করা হলে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী বলেন, ‘এটা (হামলাকারী) ছিল অস্ট্রেলিয়ার নাগরিক। কিন্তু বলা যাবে না নিউজিল্যান্ডে আমাদের এমন কোনো আদর্শ আছে, যা নিউজিল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষের ক্ষতি করতে পারে।’

তিনি বলেন, ‘যেখানেই এই আদর্শ (বর্ণবাদ) রয়েছে, সেখানেই তা দূর করারও দায়িত্ব রয়েছে। এ ধরনের (হামলার) পরিবেশ যাতে তৈরি না হতে পারে তা আমাদের নিশ্চিত করতে হবে।’ এ সময় তিনি নিউজিল্যান্ডের বর্তমান অভিবাসননীতি অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেন।

অন্যদিকে গতকাল প্রধানমন্ত্রী জেসিন্ডা ক্রাইস্টচার্চ শহর পরিদর্শনে যান। তিনি ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই শিক্ষার্থীর একটি স্কুল পরিদর্শন করেন এবং নিহত কয়েকজনের স্বজনের সঙ্গে কথা বলেন। পরে তিনি এক সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার জুমার নামাজের আগে দুই মিনিট নীরবতা পালনের কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে মুসলিমদের প্রতি সংহতি জানাতে জুমার নামাজ সরাসরি সম্প্রচারের জন্য রাষ্ট্রীয় রেডিও এনজেড ও রাষ্ট্রীয় টেলিভিশন টিভিএনজেডকে নির্দেশ দেন। তিনি জানান, গত শুক্রবারের ট্র্যাজেডির ভয়াবহতা বোঝাতে প্রথাগত এক মিনিট নীরবতার স্থলে দুই মিনিট করা হয়েছে।

এই সংবাদ সম্মেলনের আগে তিনি ক্রাইস্টচার্চের ক্যাশমেয়ার হাই স্কুল পরিদর্শনে যান। গত শুক্রবারের সন্ত্রাসী হামলায় স্কুলটি সাইয়েদ মিলনি (১০) ও হামজা মুস্তফা (১২) নামের দুই শিক্ষার্থীকে হারায়। ওই হামলায় হামজার বাবা খালেদও নিহত হয়েছেন। সকালে পরিদর্শনে গিয়ে জেসিন্ডা স্কুলটির অ্যাসেম্বলিতে হাজির হন এবং কয়েকটি শিশু শিক্ষার্থীকে জড়িয়ে ধরেন। এ সময় একটি মেয়ে তাঁকে প্রশ্ন করে ‘আপনি কেমন আছেন?’ এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুব শোকার্ত।’ এ সময় তিনি সামাজিক মাধ্যমে বর্ণবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। iqna

 

captcha