IQNA

তুরস্কের সীমান্তের কাছে পৌঁছে গেছে সিরিয়ার সেনাবাহিনী

14:30 - October 15, 2019
সংবাদ: 2609439
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় তাল-তামের শহরে ঢুকে পড়েছে সরকারি সেনারা। cগেরিলাদের সঙ্গে সিরিয়া সরকারের একটি চুক্তি সই হওয়ার পর ওই অঞ্চলে সেনা পাঠালো দামেস্ক সরকার।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তাল-তামের শহরটি রাস আল-আইন শহরের ৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। রাস আল-আইন শহরটি বর্তমানে তুর্কি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ শহরের কাছেই কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক দ্যা এম-ফোরের অবস্থান। তুর্কি সেনারা গতকাল রাস আল-আইন শহরটি দখল করেছে।

এদিকে, সিরিয়ার কুর্দিরা দামেস্ক সরকারের সঙ্গে রবিবার একটি চুক্তিতে পৌঁছেছে। তুর্কি সামরিক অভিযানের মুখে মার্কিন সরকার ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার পর কুর্দিরা সিরিয়া সরকারের সঙ্গে চুক্তিতে পৌঁছালো।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলে সেনা মোতায়েনে বাধা দেয়ার জন্য মার্কিন বাহিনী সিরিয়ার সেনা বহরের ওপর বিমান হামলা চালিয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাশিয়া এবং সিরিয়ার সেনারা যাতে মানবিজ শহরের দিকে না যেতে পারে সেজন্য বাধা দেয়ার চেষ্টা করছে মার্কিন সেনারা।  iqna

captcha