IQNA

রেওয়ায়তের আলোকে হযরত নূহ (আ.)-এর নামকরণের কারণ

0:02 - June 08, 2021
সংবাদ: 2612925
তেহরান (ইকনা): হযরত নূহ (আ.) ‘আবুল বাশার ছানী’ (ابوالبشرالثانى ) বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত ছিলেন। অতিরিক্ত ক্রন্দনের কারণে তাকে নূহ বলে আখ্যায়িত করা হয়। তাহলে তাঁর প্রকৃত নাম কি ছিল? আসুন জেনে নেই রেওয়ায়তের আলোকে হযরত নূহ (আ.)-এর নামকরণের কারণ।

আহমাদ বিন হাসান মিসাম সাঈদ বিন জানাহ হযরত আবি আব্দুল্লাহ (আ.) হতে বর্ণনা করেছেন যে, ইমাম (আ.) বলেন: হযরত নূহ (আ.)-এর প্রকৃত নাম ছিল “আব্দুল গাফফার” তিনি অতিরিক্ত ক্রন্দন করতেন।

সাঈদ বিন জানাহ হযরত আবি আব্দুল্লাহ (আ.) হতে বর্ণনা করেছেন যে, ইমাম (আ.) বলেন: হযরত নূহ (আ.)-এর নাম ছিল আব্দুল মালেক তাঁর নূহ নামকরণের কারণ হচ্ছে তিনি ৫০০ বছর ক্রন্দন করেছিলেন।

সাঈদ বিন জানাহ হযরত আবি আব্দুল্লাহ (আ.) হতে বর্ণনা করেছেন যে, ইমাম (আ.) বলেন: হযরত নূহ (আ.)-এর নাম ছিল আব্দুল আলা। তাঁর নূহ নামকরণের কারণ হচ্ছে তিনি ৫০০ বছর ক্রন্দন করেছিলেন।

মুহাম্মাদ বিন মুলিম হযরত আবি জাফর (আ.) হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন: হযরত নূহ (আ.)-এর নাম আব্দুস শুকুর নামকরণ হওয়ার কারণ হচ্ছে তিনি সকাল সন্ধ্যা আল্লাহ তায়ালার কাছে বলতেন যে, হে আল্লাহ! আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি দিনরাত যে সকল নেয়ামত এবং সুস্থতা আমাকে দান করেছেন তার সব কিছুই হচ্ছে আপনার থেকে এবং আপনার কোন শরিক নাই এবং আপনি আমাকে যে সকল নেয়ামত দান করেছেন তার জন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি যেন আপনি আমার প্রতি সন্তুষ্ট থ৤
তথ্যসূত্র: এলালুশ শারায়ে, খন্ড ১, অধ্যায় ২০ ও ২১, পৃষ্ঠা ১১৬-১১৯।
অনুবাদক: এস, এ, এ

 

captcha