IQNA

কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বোমা বিস্ফোরণ

20:01 - November 13, 2021
সংবাদ: 3470968
তেহরান (ইকনা): কাবুলের দাশত-ই বারচি’র শিয়া অধ্যুষিত এলাকা ভয়াবহ বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
আজ (শনিবার) বিকালে কাবুলের পশ্চিমে দাশত-ই বারচির শিয়া এলাকায় রক্তক্ষয়ী বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, একটি সিটি বাসের সঙ্গে লাগানো ম্যাগনেটিক মাইনের বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি গাড়িতে আগুন লেগেছে এবং আগুনের সঙ্গে কালো ধোঁয়া আকাশের দিকে উঠছে। 
 
তালেবান মুখপাত্র এনামুল্লাহ সামাঙ্গানি এব্যাপারে বলেছেন: কাবুলের ১৮তম জেলার দাশত-ই বারচি এলাকায় একটি বাসে আগুন লাগার কারণে এই বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, এই ঘটনার তদন্ত চলছে।
 
নাম প্রকাশ না করার শর্তে তালেবানের একটি সূত্র জানায়, এই হামলায় ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
 
এই ঘনবসতিপূর্ণ এলাকাটি হাজারা শিয়াদের আবাসস্থল, যারা সাম্প্রতিক মাসগুলিতে বারবার তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএস দ্বারা লক্ষ্যবস্তু হচ্ছে।
 
তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করেছেন যে, এই বিস্ফোরণের বিষয়ে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। iqna
 
 
 
 
captcha