IQNA

বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ইস্যুতে ইরানের সাহায্য নিতে পারে

0:02 - May 15, 2022
সংবাদ: 3471853
তেহরান (ইকনা): ইরান শ্রীলংকাকে তামিল বিদ্রোহ দমনে সাহায্য করেছিল যা শ্রী লংকার সাবেক প্রধানমন্ত্রী বিমল ভীরাভান্সা স্বীকার করে বলেছেন:" ইরান কখনোই আমাদেরকে নিরাশ করে নি এমনকি তখনও যখন বিশ্বের বহু দেশ আমাদের সাহায্য করা থেকে বিরত থেকেছে। দেশের অখণ্ডত্ব রক্ষার ক্ষেত্রে ইরানের ভ্রাতৃত্ব সুলভ সাহায্য সমূহের জন্য শ্রীলঙ্কা কৃতজ্ঞ ।"

শ্রীলংকা য় গৃহযুদ্ধ চলাকালে স্বাধীনতাকামী তামিল টাইগার্স শ্রীলংকার এক বিমান ঘাঁটিতে দুর্ধর্ষ হামলা চালালে শ্রীলঙ্কা সরকার শনাক্ত কারী ইলেকট্রনিক বিমান এবং পাইলট বিহীন বিমান ( ড্রোন ) ক্রয়ের জন্য ইরানের কাছে ঋণের আবেদন করে ।
ইরানও গোপনে ঋণ দিতে সম্মত হয় এবং শ্রীলঙ্কার বেশ কিছু সামরিক অফিসারকে শনাক্ত কারী ইলেকট্রনিক বিমান ও ড্রোন চালানো এবং এ যুদ্ধের প্রশিক্ষণ নেওয়ার জন্য সে দেশে আসার আমন্ত্রণ জানায় ইরান । বিশ্লেষকদের বিশ্বাস : শ্রীলঙ্কার সেনাবাহিনীর আক্রমন করার মনোবল বৃদ্ধি সংক্রান্ত ইরানের জিও স্ট্র্যাটেজিক এ সাহায্যকে প্রাচ্যের প্রতি দেশটির নজর ও দৃষ্টি বলে গণ্য করতে হবে ।
সূত্র : রাভবেতে ইরান ও শ্রীলঙ্কা ( ইরান ও শ্রীলঙ্কার সম্পর্ক : উইকিপিডিয়া)

ইরান ইথিওপিয়ার কাছে টিগ্রায় বিদ্রোহ দমনে ড্রোন ( মোহাজের ৬ ) , বিভিন্ন ধরণের precisely hitting bombs & ammunitions এবং অস্ত্র বিক্রি করেছে ( গত ২০২১ সালে ) ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট ফাঁস করে যে " ইথিওপীয় সেনাবাহিনী এমন সব ড্রোন ব্যবহার করছে বিদ্রোহীদের বিরুদ্ধে যেগুলার বৈশিষ্ট্যাবলী ইরানী ড্রোন মোহাজের ৬ এর সাথে মিলে যায় । "

যেখানে ইথিওপিয়ার মতো দেশ ইরানের কাছে থেকে অস্ত্র ও ড্রোন কেনা থেকে বিরত থাকা সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধ ও চাপ উপেক্ষা করে ইরানের কাছ থেকে ড্রোন , প্রিসাইযলি আঘাত কারী ও গাইডেড বোমা ও গোলাবারুদ এবং অস্ত্র কিনতে পারে সেখানে

বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ইস্যুতে ইরানের সাহায্য নিতে পারে

উল্লেখ্য যে ইথিওপিয়া ইসরাইল , তুরস্ক ও আরব আমিরাতের কাছ থেকেও ড্রোন পেয়েছে। তবে আন্তর্জাতিক চাপের কারণে তুরস্ক ও আমিরাত ইথিওপিয়ায় ড্রোন সরবরাহ স্থগিত রেখেছে। এদিকে টিগ্রায়ের বিদ্রোহীরা ইরানকে ইথিওপিয়ার কাছে ড্রোন ও অস্ত্র বিক্রি বন্ধ রাখার আবেদন জানিয়েছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট (ফার্সী ভার্সন ) খবরের হেডিং করেছে ঠিক এ ভাবে যে : কেন ( ইথিওপিয়ার) টিগ্রায়ের বিচ্ছিন্নতাবাদীরা ইথিওপীয় বিমান বাহিনীর ইরানী ড্রোন নিয়ে ভীত ?!

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha