IQNA

ঈদ্ বন্দনা 

18:06 - July 10, 2022
সংবাদ: 3472111
তেহরান (ইকনা): ঈদ উল আযহা (আরবি: عيد الأضحى‎, প্রতিবর্ণী. ʿīd al-ʾaḍḥā, অনুবাদ 'ত্যাগের উৎসব'‎, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহাও বলা হয়।

ঈদুল আযহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফযরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল, ভেড়া, মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে।
 
ঈদানা ( ঈদী : ঈদ বা উৎসব উপলক্ষে প্রদত্ত উপঢৌকন ও উপহার ) ও স্মিত হাসি
শেকোফ্তে শোদ্ গোলে ঈদ বা নমে খোরশীদ্
প্রস্ফুটিত হয়েছে ঈদ ( নওরোয / নববর্ষের বাসন্তী ) ফুল সূর্যের নামে
রাঙ্গে সেপীদে পশীদ্ বার দাশতে ওম্মীদ্
আশার উপত্যকায় শ্বেত শুভ্র বর্ণ ছিটিয়ে দিয়েছে
শখে বে শখে সার্ যাদ্ ঈদ্ বে গোলশানে তো
তোমার গুলশানের ( পুষ্প উদ্যান ) শাখায় শাখায় এসেছে ঈদের বান
বাহরেস্থনে শদী হ খাবারে দীদানে তো
স্ফুর্তি ও আনন্দের ঋতুরাজ বসন্ত ( বাহারিস্তান ) তব দর্শন বার্তা 
কেলীদে বঘে ঈদেস্থন্ , গোলে খান্দীদানে তো
ঈদিস্তানের ( উৎসব লগ্ন ) বাগিচার প্রবেশদ্বারের চাবি কাঠি পুষ্পবত তব ওষ্ঠের হাসি 
ঈদনে ভো লাবখান্দ্ , গোল বে গোল্ থা র নে
 
ঈদানা ( ঈদী : ঈদের উপহার ) ও মুচকি হাসি , ফুলে ফুলে সংগীত ( তারানা )
পিচিদে বে সাহ্  র  শূরে অশে ক্ব নে
প্রেমের আবেগ ও উদ্দীপনা  ছড়িয়ে পড়েছে মাঠে - প্রান্তরে 
এই গোলে খোরশীদে মান
হে মোর সূর্যমুখী ফুল
মহে মানো ঈদে মান
আমার চাঁদ , আমার ঈদ ( নববর্ষের উৎসব )
রৌশানীয়ে জন্
প্রাণ দীপ্তি
ক্বেস্সেয়ে দীদান্ থোঈ
দৃষ্টি নন্দন তুমি
আর্যে শেনীদান্ থোঈ
যার কথা শোনা উচিত সে তুমি
এই শাকারেস্থন্
হে শকরিস্তান ( মিষ্টি মধুর পুষ্প উদ্যান )
খো শ মাদী এই গোল
স্বাগতম ( খোশ আমদেদ ) হে বসন্ত ফুল
বে বঘ হে য রন্
সহস্র বাগ - বাগিচায়
কে অমাদ্ পেয়ে থো
তোমার সাথে করেছে আগমন
হে য রন্ বা হ রন্
হাজারো বসন্ত 
অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
৪ ফার্ভার্দীন  , ১৪০০ সৌর হিজরী
২৩ - ৩ - ২০২১

 

captcha