IQNA

যুক্তরাষ্ট্রে কমছে মুসলিম অভিবাসীদের সংখ্যা

5:41 - July 15, 2017
সংবাদ: 2603431
আন্তর্জাতিক ডেস্ক: গত ১২ জুলাই প্রকাশিত গবেষণাধর্মী সংস্থা পিউ-এর পরিসংখ্যানের ভিত্তিতে ট্রাম্প সরকারের আমলে বিগত ৫ মাসে যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসীদের সংখ্যা কমেছে এবং বৃদ্ধি পেয়েছে খ্রিষ্টান অভিবাসীদের সংখ্যা।

Usatoday এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: এ পরিসংখ্যানের ভিত্তিতে, ট্রাম্প সরকারের সময়ে বিগত ৫ মাসে যুক্তরাষ্ট্রে আগত মোট অভিবাসীদের শতকরা ৫০ ভাগ ছিলেন খ্রিষ্টান এবং ৩৮ ভাগ মুসলিম।

জাতিসংঘের অভিভাসন বিষয়ক প্রতিনিধি’র প্রতিবেদনের ভিত্তিতে, মুসলিম অভিবাসীদের বেশিরভাগ সিরিয়ান এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসীদের অর্ধেকরও বেশীও সিরিয়ার জনগণ। যুক্তরাষ্ট্রে সিরিয়ান অভিবাসীদের পরেই রয়েছে আফগানিস্তান ও সুমালিয়া।

পিউ-এর প্রতিবেদনের ভিত্তিতে, ২০১৭ অর্থ বছরে যা ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে, ওবামা সরকারের নেতৃত্বাধীন ২০১৬ অর্থ বছরের তুলনায় অভিবাসী গ্রহণের সংখ্যা ৮৫ হাজারেরও নীচে নেমে আসবে।

প্রসঙ্গত, মার্কিন অর্থ বছর ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর শেষ হয়।#3618497


captcha