IQNA

সব থেকে ভাল সদকা কি?

23:38 - August 31, 2017
সংবাদ: 2603724
যদিও অনেকেই মনে করে যে, টাকা পয়সা দান করার নামই জচ্ছে সদা কিন্তু প্রকৃত বা সব থেকে উত্তম সদকা হচ্ছে মানুষের সাথে ভাল ব্যবহার করা এবং সতচরিত্রের অধিকরী হওয়া।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামের কিছু অতি সাধারন ও সুন্দর নিয়ম মেনে চললেই মানুষ অতি মহত গুণ ও চরিত্রের অধিকারী হতে পারে।

ইসলামের এই সকল নির্দেশাবলীর অন্যতম হচ্ছে, মানুষের সাথে ভাল আচরণ করা, ধৈর্য ধারণ করা, ক্ষমা করা, সহনশীলতা, পরপোকারী হওয়া, উদারতা এবং দয়ালু ও মহতপ্রাণ হওয়া।

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: মানুষের সাথে সহনশীল হওয়া ঈমানের অর্ধেক। আর তাদের সাথে স্নিগ্ধতা এবং উদারতা হলো জীবনের অর্ধেক।

ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: আল্লাহর শত্রুদের সাথে সহনশীলতা হল এমন এক সর্বোত্তম দান বা সদকা যা মানুষ নিজের এবং তার ভাইদের পক্ষ থেকে দিয়ে থাকে।

মানুষের ইহকালীন জীবনকে সাফল্যমন্ডিত করার ব্যাপারে ইসলামের বিধান অনুযায়ী ধৈর্য ও সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ঘোষণা করেছেন, হে বিশ্বাসীগণ! তোমরা সহনশীলতা ও নামাযের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ সহনশীলতাদের সাথে আছেন। (সূরা বাকারা আয়াত ১৫৩)

ইসলামের পরিভাষায় বিপদ-আপদ,দুঃখ-কষ্ট, রোগ-শোক, ক্ষুদা-তৃষ্ণা, অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন, দ্বন্ধ-কলহ, বিবাদ- বিসম্বাদ, বন্যা-খরা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি যাবতীয় বালা মসিবতে কোনরম বিচলিত না হয়ে এবং আনন্দ ও সুখে আত্মহারা না হয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহর ওপর ভরসা করে যথা সম্ভব শান্ত বিনম্রভাবে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনার নামই "সবর"।

এ সবরের আভিধানিক অর্থ হচ্ছে ধৈর্যধারণ ও সহনশীলতা প্রদর্শন, যার অনুশীলন ব্যতীত ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে সাফল্য আশা করা যায় না। শাবিস্তান
captcha