IQNA

রমজান মাসে মুসাফির ব্যক্তির রোজার বিধান কি?

18:46 - June 12, 2018
সংবাদ: 2605970
যদি কোন শিক্ষার্থী কিংবা শিক্ষক শিক্ষা সংক্রান্ত কারণে ১০ দিনের বেশি শিক্ষা গ্রহণ এলাকায় অবস্থান করে, তাহলে রমজান মাসে তাদের রোজার বিধান কি?

 

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাসে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয় তা হচ্ছে মুসাফির তথা যে ব্যক্তি সফররত অবস্থাতে আছে তার রোজার বিধান কি? তবে এখানে লক্ষণীয় যে, যদি কোন ব্যক্তি একাধারে ১০ দিনের বেশি কোথাও অবস্থান করে, তাহলে সেখানে সে মুসাফির হিসেবে গণ্য হবে না। বরং সেখানে তার রোজা ও নামায সবই পরিপূর্ণভাবে আদায় করতে হবে।

এখানে পবিত্র রমজান মাসে রোজা সংক্রান্ত একটি প্রশ্ন ও তার উত্তর নিচে তুলে ধরা হল-

প্রশ্ন- যদি কোন শিক্ষার্থী কিংবা শিক্ষক শিক্ষা সংক্রান্ত কারণে ১০ দিনের বেশি শিক্ষা গ্রহণ এলাকায় অবস্থান করে, তাহলে রমজান মাসে তাদের রোজার বিধান কি?

উত্তর- যদি কেউ অধিক মাত্রায় সফর করে কিংবা সফর তার পেশা হয় (যেমন: ড্রাইভার) এবং যে সব শিক্ষার্থী কিংবা শিক্ষক শিক্ষা সংক্রান্ত কারণে ১০ দিনের বেশি শিক্ষা গ্রহণ এলাকায় অবস্থান করে; এমতাবস্থায় উক্ত ব্যক্তিদের উপর মুসাফিরের হুকুম বলবৎ হবে না। অর্থাৎ তাদের রোজা ও নামায সবই পরিপূর্ণভাবে আদায় করতে হবে।

captcha