IQNA

পাকিস্তানে শিয়া অধ্যুষিত এলাকায় হামলায় নিহত ৩০

16:34 - November 23, 2018
সংবাদ: 2607322
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কালায়া শহরের শিয়া অধ্যুষিত এলাকার একটি বাজারে সন্ত্রাসী হামলার ফলে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কালায়া শহরের শিয়া অধ্যুষিত ওরাকজাই এলাকার একটি বাজারে সন্ত্রাসী হামলার ফলে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এই হামলাটি জুমা বাজারে সংগঠিত হয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন: সন্ত্রাসীদের এই হামলায় মোট ৩১ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ২২ জন শিয়া রয়েছে। এছাড়াও ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

আফগান সীমান্তের কাছে ওরেকজাই এলাকাটি সাত আধা-স্বায়ত্তশাসিত উপজাতীয় অঞ্চলগুলির মধ্যে একটি। বারাক ওবামার সময় এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা বিবেচিত ছিল।

এই অঞ্চলটি পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের মূল ভিত্তি হিসেবে গণনা করা হত।

iqna

 

captcha