IQNA

তুর্কি ধর্মীয় সংগঠন কর্তৃক;

মালাউইতে পবিত্র কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ

22:56 - December 03, 2018
সংবাদ: 2607432
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মালাউই প্রজাতন্ত্রে চাভায়ী ভাষায় (মালাউইর জাতীয় ভাষা) অনুদিত পবিত্র কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: তুর্কী ধর্মীয় সংগঠন এক বিবৃতিতে ঘোষণা করেছে: "কুরআন আমার পুরস্কার" প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে চাভায়ী ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ৫ হাজার পাণ্ডুলিপি মালাউই প্রজাতন্ত্রের মুসলমানদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে: তুরস্কের ধর্মীয় সংগঠনের কর্মকর্তাগণ মালাউই প্রজাতন্ত্রের মুসলিম জনগণ, ছাত্র ও কারাবন্দীদের মাঝে এসকল পাণ্ডুলিপি বিতরণ করেছেন।
তুরস্কের উক্ত সংগঠনটি "কুরআন আমার পুরস্কার" প্রকল্পটি বাস্তবায়ন করার লক্ষ্যে এপর্যন্ত বিভিন্ন ভাষায় অনুদিত বিশ্বের ২৪টি দেশে পবিত্র কুরআনের ১০,২৭,২৮১ খণ্ড পাণ্ডুলিপি বিতরণ করেছে।
তুরস্কের ধর্মীয় সংগঠনটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। দেশটিতে এই সংগঠনের অনেক শাখা রয়েছে। এই সংগঠনটি এপর্যন্ত বিশ্বের ১৩৫টি দেশে নিজেদের সেবা প্রদান করেছে।
মালাউই প্রজাতন্ত্র আফ্রিকার মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। দেশটির রাজধানী লিলংওয়ে। এই দেশটিতে এক কোটি আশি লাখ অধিবাসী রয়েছে। এসকল জনগণের মধ্যে ২৫ শতাংশ জনগণ মুসলমান।
iqna

 

captcha