IQNA

এক বছরেই যুবরাজের নির্দেশে সৌদি আরবে ২৫ লাখ গ্রেপ্তার

23:16 - January 28, 2019
সংবাদ: 2607811
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এক বছরে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে পরিচালিত অভিযানে প্রায় ২৫ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তারের পেছনে চাকরিতে অনিয়ম, আবাসন আইন ভঙ্গ ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইনের কথা উল্লেখ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবে ২০১৭ সালের নভেম্বর মাসে এ অভিযান শুরু হয়। অভিযানে এখন পর্যন্ত মোট ২৫ লাখ ৪ হাজার ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তিন লাখ ৮৫ হাজার ৮৯৮ জনকে বিভিন্ন মেয়াদে ইতোমধ্যে সাজা দেয়া হয়েছে। খবর আরব নিউজ’র।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ লাখ ৪৯ হাজার ২৪ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৩ লাখ ৮৩ হাজার ৩৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও এক লাখ ৭১ হাজার ৯৮০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আছে।

এছাড়া ৪১ হাজার ২৩৩ জনকে সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আর ৩ হাজার ৩০৫ জনকে এসব মানুষকে নিয়ে আসা ও আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আরটিএনএন

captcha