IQNA

থাইল্যান্ডে দুই সৈনিকের বিরুদ্ধে নিরস্ত্র মুসলিম হত্যার অভিযোগ

22:55 - December 25, 2019
সংবাদ: 2609903
আর্ন্তজাতিক ডেস্ক: নিরস্ত্র মুসলমানদের হত্যায় জড়িত দুই সৈনিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে থাইল্যান্ড পুলিশ। আজ বুধবার এই অভিযোগ (চার্জ) প্রকাশ হওয়ার পর এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দেশটির পুলিশ প্রধান জানান, গেল ১৬ ডিসেম্বর ওই দুই সৈনিক থাইল্যান্ডর দক্ষিণাঞ্চলে নারাথিওয়াট প্রদেশের একটি পাহাড়ে তিনজন মুসলমানকে গুলি করে হত্যা করে। পাহাড়ী বনাঞ্চল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়ে ‘দুঃখ প্রকাশ’ করে তারা অবশ্য বলেছে, পরিচয়ের ভুলেই এই ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, দেশের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটিতে এ ধরনের ঘটনার খুব কমই তদন্ত করা হয়। গোলাগুলির পরে সোমবার ওই দুই সেনা তাদের ব্যারাকে ফিরে গেছেন।

কিছুদিন আগেই সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনে এক মুসলিমের কোমায় চলে যাওয়ার অভিযোগ ওঠে। প্রায় মাস খানেক পর তিনি মারাও যান। এ নিয়ে তুমুল আলোচনার মধ্যে সেনা সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হলো।

থাই সেনাবাহিনীর মেজর জেনারেল নরিন বোসামান জানিয়েছেন, তাদের (দুই সৈনিক) খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তবে তারা তদন্ত চলাকালে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ন্যায় বিচারের আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তথ্যের জন্য উভয়পক্ষের শুনানি করবো। যাতে করে উভয়ের দিকে সুবিচার করা যায়, সকলেই ন্যায় বিচার পায়।’

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রটিতে ১৫ বছর ধরে মালয় ও মুসলিম যোদ্ধাদের মধ্যে সংঘাত চলছে। স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে বিদ্রোহীরা। এতে ৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই উভয় ধর্মের বেসামরিক নাগরিক।

এ ঘটনায় হিউম্যান রাইট ওয়াচের থাই গবেষক সুনাই ফাসুক বলেছেন, ‘এখন বিচারের ক্ষীণ আশা বেঁচে আছে, কিন্তু এখনো অনেক পথ বাকী।’ এ ঘটনায় আরো সৈনিক জড়িত কিনা বলে সন্দিহান তিনি। iqna

 

captcha