IQNA

লন্ডনে পবিত্র কুরআনের স্বর্ণালঙ্কারিত পাণ্ডুলিপি নিলামে

20:38 - June 17, 2020
সংবাদ: 2610974
তেহরান (ইকনা): লন্ডনে পবিত্র কুরআনের স্বর্ণালঙ্কারিত একখণ্ড পাণ্ডুলিপি নিলামে তোলা হচ্ছে।

পবিত্র কুরআনের এই সূক্ষ্ম পাণ্ডুলিপির প্রতি পৃষ্ঠায় গাছ এবং প্রকৃতির চিনা চিত্র তুলে ধরা হয়েছে। প্রকৃতপক্ষে এই পাণ্ডুলিপিতে ইরানের তৈমুর রাজত্ব এবং চীনের মিং সাম্রাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্কের প্রমাণ রয়েছে।

এই পাণ্ডুলিপিটি চীন থেকে আমদানি করা কাগজে লেখা হয়েছে; কারণ ইরান ও চীনা কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক সফরের সময়, উভয় দেশের রাষ্ট্রদূতরা তাদের দেশে রেশম, মৃৎশিল্প ও কাগজের মতো পণ্য নিয়ে আসত এবং হস্তলিপি লিখিত আইটেমগুলোর মধ্যে সূক্ষ্ম চীনা কাগজ ছিল।

পবিত্র কুরআনের মূল্যবান এই পাণ্ডুলিপির পৃষ্ঠার রঙ বেগুনি, কমলা, নীল, লাল এবং সবুজ, কারণ তৎকালীন সময়ে পাণ্ডুলিপিগুলোতে রঙিন কাগজের ব্যবহার ছিল ইসলামী বিশ্বে একটি সুপরিচিত রীতি।

কুরআনের এই অপূর্ব সংস্করণের আরেকটি বৈশিষ্ট্য হ'ল কুরআনের আয়াত বিশেষ কাগজে লেখা হয়েছে, যা মূল্যবান দ্রব্য দিয়ে পালিশ করা হয়েছে। চীনার এধরণের কাগজ সেসময়ে অতি গুরুত্বপূর্ণ ফাইল লেখার জন্য ব্যবহার করতো।

25 জুন (৫ জুলাই) লন্ডনের নিলামে কোরআনের সংস্করণ 600০০,০০০ থেকে ৯০০,০০০ ডলারে নিলাম করা হবে।
স্বর্ণালঙ্কারিত এই পাণ্ডুলিপিটি ২৫শে জুলাই লন্ডনের শিল্পকর্ম নিলাম সেন্টারে নিলামে তোলা হবে। নিলামের দাম ৬ লাখ থেকে ৯ লাখ ইউরো নির্ধারণ করা হবে বলে জানা গেছে। iqna

লন্ডনে পবিত্র কুরআনের স্বর্ণালঙ্কারিত পাণ্ডুলিপি নিলামে

captcha