IQNA

মালয়েশিয়ায় ইসলাম ও বৌদ্ধধর্মের অনলাইন সেমিনার

20:45 - September 07, 2020
সংবাদ: 2611439
তেহরান (ইকনা): সেপ্টেম্বর মাসের শেষের দিকে মালয়েশিয়ায় ইসলাম ও বৌদ্ধ ধর্ম সম্পর্কিত অনলাইন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসাবে ABIM নামে প্রসিদ্ধ মুসলিম যুব আন্দোলন মালয়েশিয়া (Muslim Youth Movement Malaysia) একটি অনলাইন সভার আয়োজন করেছে।


এই যুব আন্দোলনের প্রধান মোহাম্মাদ ফয়সাল আব্দুল আজিজ বলেছেন: সেমিনারটি ইসলাম ও বৌদ্ধ ধর্মের মধ্যে সাধারণ মূল্যবোধের আলোকে "দয়া ও রহমত" শিরোনামে অনুষ্ঠিত হবে।


তিনি বলেন: আমাদের দৃষ্টিকোণকে সম্প্রসারিত করতে হবে। ধর্মীয় বৈচিত্র্য কোন সংঘর্ষের কারণ নয়। সকল ধর্মের মধ্যে সংহতি ও ঐক্য গড়ে তুলতে হবে।


এই শীর্ষক সম্মেলন ২৮শে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি পরিচালনা করবেন তিব্বতি বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ক্যাসি লিউ।


ইসলাম ও বৌদ্ধধর্মের ধর্মীয় বিশেষজ্ঞগণ ছাড়াও, তেনজিন গায়াতসো, ১৪তম দালাই লামা (বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা) এই সম্মেলনে অংশগণ করবে বলে জানা গেছে। iqna

 

captcha