IQNA

ভ্রাতৃত্বের সনদে স্বাক্ষরের বিষয় অস্বীকার করেছে আয়াতুল্লাহ সিস্তানির কার্যালয়

20:28 - February 16, 2021
সংবাদ: 2612261
তেহরান (ইকনা): ইরাকের শীর্ষ আলেমের দফতরের এক কর্মকর্তা আয়াতুল্লাহ সিস্তানি (হাফিজাহুল্লাহ) এবং ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মধ্যে ভ্রাতৃত্বের সনদে স্বাক্ষরের প্রসঙ্গটি অস্বীকার করেছেন।

পোপ ফ্রান্সিসের ইরাকের সফরের পর এই সনদে স্বাক্ষর হওয়ার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে।

ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির (হাফিজাহুল্লাহ) কার্যালয় আজ (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ভ্যাটিকানাস্থ ইরাকি রাষ্ট্রদূতের, ইরাকে পোপের ভ্রমণের বিষয়ে কিছু পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।

মাউয়াযিন নিউজ জানিয়েছে, আয়াতুল্লাহ আলী সিস্তানির (হাফিজাহুল্লাহ) দফতরের এক কর্মকর্তা ঘোষণা করেছেন: পোপ ফ্রান্সিসের নাজাফ আশরাফ সফরের পরিকল্পনার বিষয়ে ভ্যাটিকানে ইরাকি রাষ্ট্রদূত এবং অন্যান্যদের মন্তব্যের মধ্যে কিছু তথ্য সঠিক নয়।

তিনি বলেন: এই সফরের সমন্বয়কারী বাগদাদে অবস্থিত ভ্যাটিকান দূতাবাস। তাদের সাথে আয়াতুল্লাহ সিস্তানির সঙ্গে পোপের বৈঠককালে কোনও নথিতে স্বাক্ষরের বিষয়ে কথা হয়নি।

ভ্যাটিকানে ইরাকি রাষ্ট্রদূত কয়েকদিন আগে বলেছিলেন: আবুধাবিতে পোপের সাথে শেখ আল-আজহারের মধ্যে ভ্রাতৃত্বের যে সদনে স্বাক্ষরিত হয়েছিল ঠিক তেমনই পোপের ইরাকে সফরকালে ইরাকের প্রভাবশালী শিয়া আলেমের সাথে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মধ্যেও মানব ভ্রাতৃত্বের একটি সনদে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

পোপ ফ্রান্সিস পঞ্চম মার্চে প্রথমবারের মতো ইরাকে সফর করবেন। সফরকালে তিনি বাগদাদের কর্মকর্তাদের সাথে বৈঠক করতে ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে যাবেন এবং সেখানে তিনি ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির (হাফিজাহুল্লাহ) সাথে সাক্ষাৎ করবেন। iqna

captcha