IQNA

তালেবানের সঙ্গে ভারতের প্রথম বৈঠক অনুষ্ঠিত

18:30 - August 31, 2021
সংবাদ: 3470589
তেহরান (ইকনা): কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে তালেবান নেতার মধ্যেকার এক আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।

আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর এই প্রথম মঙ্গলবার (৩১ আগস্ট) ভারতের সঙ্গে তালেবানে বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তালেবানের অনুরোধের প্রেক্ষিতে দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল।

চিরপ্রতিদ্বন্দ্বি দেশ পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে দীর্ঘদিন ধরে উদ্বগ্ন ছিল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয়পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারে আলোচনা করেছেন।

আফগানিস্তানের মাটি যেন ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপে কেউ ব্যবহার করতে না পারে সেজন্য তালেবান নেতাকে আহবান জানান রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। রাষ্ট্রদূতের এ আহবান গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানিয়েছেন তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়। আরটিভি/রয়টার্স

captcha