IQNA

কিভাবে ইমাম মাহদী(আ.) সহস্রাধিক বছর পর যুবক অবস্থায় আবির্ভূত হবেন?

0:54 - March 11, 2018
সংবাদ: 2605240
মানুষের আয়ু বা হায়াত সীমাবদ্ধ হওয়ার কোন বুদ্ধিবৃত্তিক বা বর্ণনানির্ভর দলিল নেই। মানুষের আয়ু হচ্ছে গতি আর স্বল্প ও দ্রুত গতির কোন সীমাবদ্ধতা নেই। যেমন নুর বা আলোর গতির কোন সীমাবদ্ধতা নেই।



শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: ইমাম মাহদী(আ.) যখন আবির্ভূত হবেন তখন তার মাথায় কোন পাকা চুল থাকবে না এবং বয়স দেখেও মনে হবে যে তিনি চল্লিশের কম।

এর একটি বড় উদাহরণ হচ্ছে আমাদের ভ্রু এবং চোখের পাপড়ি কিন্তু বছরের পর বছর ছোট অবস্থায়ই থাকে এবং বড় হয় না কিন্তু তার পাশেই আমাদের মাথার চুল এবং মুখের দাড়ি বাড়তে থাকে। অথচ তারা একই চামড়ার উপর থাকে একই খাবার, একই রক্ত, একই গোশত খায় এবং একই ধরনের অক্সিজেন ব্যবহার করে। তাহলে মহান আল্লাহর ইচ্ছার উপর সব কিছু নির্ভর করে তিনি চাইলে কোন কিছু অপরিবর্তনীয় থাকতে পারে আবার চাইলে তার মধ্যে পরিবর্তন সাধন করতে পারেন।

এছাড়াও মহান আল্লাহ পবিত্র কুরআনে হযরত নুহের এক হাজার বছর জীবিত থাকার কথা, আসহাবে কাহফের ৩০০ বছর জীবিত থাকার কথা বর্ণনা করেছেন।

ইমাম হাসান (আ.) বলেছেন: الحسن بن علی علیهما السلام: «... یطیل الله عمره فی غیبته، ثم یظهره بقدرته فی صورة شابّ دون أربعین سنه.» মহান আল্লাহ ইমাম মাহদীর অন্তর্ধানকে দীর্ঘ করবেন এভাবে তার বয়স অধিক হবে, কিন্তু তিনি যখন তার অসীম কুদরতে তার আবির্ভাব ঘটাবেন তখন তার বয়স ৪০ বছরের মানুষের থেকেও কম মনে হবে।

captcha