IQNA

হযরত ঈসা(আ.) যেভাবে ইমাম মাহদীর(আ.) সঙ্গ দিবেন

1:47 - December 03, 2016
সংবাদ: 2602077
ইসলামী হাদিসে অনুসন্ধান করলে আমরা বহু নবীগণের নাম দেখতে পাই যারা ইমাম মাহদীর হুকুমতে উপস্থিত থাকবেন এবং ইমাম মাহদীকে সাহায্য করবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হযরত ঈসা(আ.)।
হযরত ঈসা(আ.) যেভাবে ইমাম মাহদীর(আ.) সঙ্গ দিবেন

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর আবির্ভাব থেকে শুরু করে রাষ্ট্র গঠন পর্যন্ত কয়েকটি পর্যায় রয়েছে এবং এই দীর্ঘ বিপ্লবে নবীগণও ইমাম মাহদীকে সাহায্য করবেন।
হাদিসে বর্ণিত হয়েছে, ইমাম মাহদীর আবির্ভাবের পর হযরত ঈসা আসমান থেকে অবতীর্ণ হবেন এবং ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন ও ইমাম মাহদীর হাতে বয়াত করবেন।
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ইমাম মাহদী(আ.) বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবেন এবং জামাতের নামাজ অনুষ্ঠিত হবে। এভাবে একদিন তিনি সেখানে জুম্মার নামাজ আদায় করবেন, তখন হযরত ঈসা আসমান থেকে নেমে এসে ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করবেন। তার চেহারা হবে উজ্জ্বল এবং তিনি হযরত ইব্রাহীমের সদৃশ হবেন।
তখন ইমাম মাহদী তাকে বলবেন: হে মারিয়ামের পুত্র আপনি নামাজ পড়ান তখন হযরত ঈসা বলবেন: হে মা ফাতিমার সন্তান আপনি হচ্ছেন যুগের ইমাম এবং আপনিই নামাজ পড়ান আমি আপনার পিছনে নামাজ আদায় করব। এরপর ইমাম মাহদী নামাজ পড়াবের এবং হযরত ঈসা তার হাতে বয়াত করবেন।

captcha