IQNA

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ;

দায়েশের মূল উৎপাট করার জন্য সকল দেশকে একত্রিত হতে হবে

15:06 - December 10, 2016
সংবাদ: 2602121
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মূলউৎপাট করার জন্য সকল দেশকে একত্রিত হতে হবে।
দায়েশের মূল উৎপাট করার জন্য সকল দেশকে একত্রিত হতে হবে

বার্তা সংস্থা ইকনা: শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এমন মন্তব্য করেন।

এছাড়াও তিনি আরও বলেন, সিরিয়ার আলেপ্পো শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রতিশ্রুতবিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন।

সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পো শহরের প্রায় ৯৩ শতাংশ এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনর্দখল করার পর এ ঘোষণা দিলেন তিনি। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ওয়াশিংটন ও তার কিছু পশ্চিমা মিত্র দেশ গত কয়েক বছর ধরে তাকফিরি সন্ত্রাসবাদকে মদদ দিয়েছে। কিন্তু অন্যায় অবস্থানে থাকার কারণে এই সন্ত্রাসবাদ আজ পরাজয়ের সম্মুখীন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ ঐক্যবদ্ধভাবে পরস্পরকে সহযোগিতা করলে এই সন্ত্রাসবাদকে বিশ্বের বুক থেকে চিরতরে মুছে দেয়া সম্ভব হবে। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্য এবং ইসলামি সভ্যতাকে টিকিয়ে রাখার স্বার্থেই এ সহযোগিতা জরুরি।

সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে দেশটির সেনাবাহিনীকে সহযোগিতা করছে লেবাননের হিজবুল্লাহ।

iqna


captcha