IQNA

সর্বোচ্চ নেতা

ইরানের নিরাপত্তা বিনষ্টকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

19:12 - May 10, 2017
সংবাদ: 2603057
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, ইরানের নিরাপত্তা বিনষ্টকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে; যে কোন শক্তি এক্ষেত্রে কোন ধরনের নেতিবাচক পদক্ষেপ নিবে আমরা তাদের সমুচিত শিক্ষা দিতে সদা প্রস্তুত রয়েছি।
ইরানের নিরাপত্তা বিনষ্ট করতে চাইলে কঠিন প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে: সর্বোচ্চ নেতা


বার্তা সংস্থা ইকনা: ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ বুধবার রাজধানী তেহরানের ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, শত্রুদের স্বল্প মেয়াদি পরিকল্পনা হচ্ছে ইরানকে অনিরাপদ ও গোলযোগপূর্ণ করে তোলা। মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে উত্তেজনা ও হানাহানি সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, "যদি আমরা শত্রুদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত হয়ে শক্তভাবে দাঁড়াই তাহলে অবশ্যই তা মোকাবেলা করা সম্ভব হবে।”
সর্বোচ্চ নেতা বলেন, শত্রুদের মধ্য-মেয়াদি পরিকল্পনা হচ্ছে- ইরানের অর্থনীতি ধ্বংস করা যাতে জনগণ আর্থিক কষ্টের মুখে হতাশ হয়ে পড়ে। আর শত্রুদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে- ইরানের ইসলামি সরকারের সারবস্তু পাল্টে দেয়া।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, যদি কেউ দেশের নিরাপত্তার বিরুদ্ধে দাঁড়াতে চায় তাহলে তাকে নিশ্চিতভাবে কঠিন প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। আগামী ১৯ মে ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন: শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অনিরাপদ ও বিশৃঙ্খল করে তুলে চাইছে। শত্রুদের এসব ষড়যন্ত্রের বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।


iqna

captcha