IQNA

ইসলামী গণ-প্রতিরোধ-আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব;

বিন সালমান ইরানের বিরুদ্ধে কোটি কোটি ডলার খরচ করতে প্রস্তুত

2:09 - May 03, 2018
সংবাদ: 2605671
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী গণ-প্রতিরোধ-আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলকে যুদ্ধের জন্য উৎসাহিত করতে বিন সালমান কোটি কোটি ডলার খরচ করতে প্রস্তুত রয়েছে।


বার্তা সংস্থা ইকনা: মঙ্গলবার লেবাননের বেকা উপত্যকায় এক নির্বাচনী সমাবেশে দেশটির জনপ্রিয় ইসলামী গণ-প্রতিরোধ-আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়া, ইরাক ও লেবাননে নানা ধরনের ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পরও মার্কিন-ইসরাইলি-সৌদি অক্ষ এ অঞ্চলে ষড়যন্ত্রকারী তৎপরতা থামাবে না।
চলতি মাসের ৬ তারিখে তথা ৬ মে লেবাননে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আঞ্চলিক ঘটনা-প্রবাহ লেবাননের নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ার ঘটনা-প্রবাহে বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে লেবানন ও সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমনে হিজবুল্লাহর ব্যাপক ও কার্যকর ভূমিকা রাখায় আসন্ন এ নির্বাচনে হিজবুল্লাহ আগের চেয়েও বেশি সফল হতে পারে বলে নানা জনমত জরিপে দেখা গেছে।
আধিপত্যকামী শক্তিগুলো চেয়েছিল সিরিয়ায় ইসরাইল-বিরোধী বাশার আসাদ সরকারকে উৎখাত করতে এবং লেবাননে নিরাপত্তাহীনতা সৃষ্টিও ছিল তাদের আরেকটি বড় লক্ষ্য। কিন্তু হিজবুল্লাহ ও তার মিত্রদের সময়োচিত পদক্ষেপে ব্যর্থ হয়েছে এসব ষড়যন্ত্র।
এর আগে লেবাননে ইসরাইলি দখলদারিত্ব অবসানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হিজবুল্লাহর নেতৃত্বাধীন লেবাননের গণ-প্রতিরোধ আন্দোলন। ফলে লেবাননে হিজবুল্লাহকে দুর্বল করার জন্য মার্কিন নেতৃত্বাধীন আধিপত্যকামী শক্তিগুলো নানা ধরনের ষড়যন্ত্র ও প্রচার-যুদ্ধ চালিয়ে আসছে।
হিজবুল্লাহ গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের শক্তি, জাতীয় স্বার্থ ও ঐক্য, প্রতিরোধ এবং সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় এই গণ-আন্দোলনের জনপ্রিয়তা আগের চেয়েও বহু গুণ বেড়েছে। হিজবুল্লাহর এ নীতির কারণেই লেবাননে বার বার ব্যর্থ হয়েছে অশুভ শক্তিগুলোর বিরামহীন ষড়যন্ত্র ও অপপ্রচার।
অন্যদিকে হিজবুল্লাহর এসব সাফল্য ও লেবাননের রাজনৈতিক ভবিষ্যতকে বিপদাপন্ন করতে এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন-ইসরাইলি-সৌদি অক্ষ। অশুভ এই অক্ষ মধ্যপ্রাচ্যের দেশগুলোকে, বিশেষ করে সিরিয়া, ইরাক ও লেবাননকে দুর্বল বা টুকরো টুকরো করে কিংবা এসব দেশে গৃহযুদ্ধ বাধিয়ে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু হিজবুল্লাহর মহাসচিব খুবই বিচক্ষণতার সঙ্গে ও যথাসময়ে বিজাতীয় শক্তিগুলোর এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে সক্ষম হয়েছেন।
iqna

 

captcha