IQNA

২৩ বছর নির্বাসনের পর ইথিওপিয়ার ধর্মীয় পণ্ডিতের প্রত্যাবর্তন

17:37 - August 07, 2018
সংবাদ: 2606400
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার ধর্মীয় পণ্ডিত "আহমাদ মুস্তাফা" দীর্ঘ ২৩ বছর নির্বাসনের পর ৫ম অক্টোবর সৌদি আরব থেকে সেদেশের রাজধানী আদ্দিস আবাবায় ফিরেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: আহমাদ মুস্তাফা ও তার স্ত্রী গত রবিবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বুলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে সেদেশের ধর্মীয় নেতাগণ উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আহমদ মুস্তাফা বলেন: দেশ সংস্কারের ক্ষেত্রে যথাসাধ্য সমর্থন করার জন্য আমি দেশে ফিরে এসেছি।

তিনি বলেন: মুসলমানদের মধ্যে বিভক্ত হওয়ার ফলে ইথিওপীয় মুসলিম সম্প্রদায়ের উপর সবচেয়ে বড় প্রভাব ফেলেছে। বিদেশীদের হস্তক্ষেপের ফলে মুসলমানদের মধ্যে এই বিভক্তের সৃষ্টি হয়েছে। এখন থেকে আমরা কোন বিদেশী দেশকে এদেশের মুসলমানদের বিষয়ে হস্তক্ষেপ করতে দেব না।

শাইখ আহমাদ মুস্তাফা ইথিওপিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ এবং দেশের উন্নয়নের স্বার্থে একে অপারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শেখ সাঈদ আহমদ মুস্তাফা ইথিওপিয়ার মুসলিম ইয়ুথ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি "আমহারি" ভাষায় কুরআন অনুবাদক টিমের সদস্য ছিলেন। আমহারি ইথিওপিয়ার জাতীয় ভাষা।

iqna

 

captcha