IQNA

মূর্খতা থেকে মুক্তির জন্য ইমাম আলীর(আ.) উপদেশ

21:45 - November 22, 2018
সংবাদ: 2607312
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) একটি হাদিসে মর্যাদাবান হওয়া এবং মূর্খতা থেকে মুক্তির উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যে জিনিসটি মানুষের ভবিষ্যতকে বদলে দিতে পারে এবং তার সৌভাগ্য ও দুর্ভাগ্যের কারণ হতে পারে তা হচ্ছে সে কেমন লোকের সাথে চলাফেরা করে এবং ওঠাবসা করে। অর্থাৎ মানুষের জীবনে বন্ধু ও সহচরের ভূমিকা অত্যধিক।

একারণেই বহু হাদিসে মানুষকে উপযুক্ত সহচর ও বন্ধু নির্বাচন করতে বলা হয়েছে যে তাকে পূর্ণতায় পৌছাতে পারে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: জ্ঞানীজনদের সাথে চলাফেরা কর তাহলে তোমার বিবেক পরিপূর্ণ হবে, সম্মান বৃদ্ধি পাবে এবং মূর্খতা থেকে মুক্তি পাবে।

তিনি আরও বলেছেন: গরিবদের সাথে বেশী বেশী ওঠাবসা কর তাহলে আল্লাহর প্রতি তোমার কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে।

পাক পবিত্র এবং জ্ঞানী লোকদের সাথে ওঠাবসা কর এবং তাদের সাথে বেশী করে আলোচনা করা যদি মূর্খ হয়ে থাক তাহলে তারা তোমাকে জ্ঞান দান করবে আর যদি জ্ঞানী হয়ে থাক তাহলে তোমার জ্ঞান আরও বৃদ্ধি পাবে।

লোকমান হাকিম বলেন: হে আমার পুত্র জ্ঞানীজনদের সাথে চলাফেরা করবে এবং তাদের সাথে সাথে থাকবে, মহান আল্লাহ প্রজ্ঞার মাধ্যমে মানুষের অন্তরকে জীবন্ত করেন যেভাবে জমিনকে আসমানের বৃষ্টি দিয়ে জীবন দান করেন।

 

captcha