IQNA

সিরিয়ায় ক্লোরিন গ্যাসযুক্ত বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা

23:51 - November 25, 2018
সংবাদ: 2607349
আন্তর্জাতিক ডেস্ক: গতরাতে সিরিয়ার আলেপ্পো শহরের আল-খালিদিয়াহ এলাকায় সন্ত্রাসীরা ক্লোরিন গ্যাসযুক্ত বোমা হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গতরাতে সিরিয়ার আলেপ্পো শহরের আল-খালিদিয়াহ এলাকায় সন্ত্রাসীদের ক্লোরিন গ্যাসযুক্ত বোমা হামলার ফলে উক্ত এলাকার বাসিন্দাদের দম বন্ধ হয়ে যায়।

সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক ঘোষণা করেছে, সন্ত্রাসীদের এই হামলায় ৯ জন নিহত এবং ১০০ জনের অধিক আহত হয়েছেন। এছাড়াও অনেকেরই দম বন্ধ হয়ে গিয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সন্ত্রাসীরা আলেপ্পোর স্থানীয় বাজার এবং আল-খালিদিয়াহ এলাকায় এই হামলা চলিয়েছে।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, গতরাতে সিরিয়ার যে অঞ্চলে রাসায়নিক গ্যাসের মাধ্যমে হামলা চালানো হয়েছে, সেই অঞ্চলে রাশিয়ার রাসায়নিক বিশেষজ্ঞগণ সফর করেছেন।

এই মন্ত্রণালয় আরও বলেছে: এই বিষয়ে তুরস্কের সঙ্গে কথা বলা হবে। কারণ এর আগে বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্রবিরতিতে আনার নিশ্চয়তা দিয়েছিল দেশটি।

উল্লেখ্য, সন্ত্রাসীরা এর পূর্বেও খানশেইখুন এবং আলেপ্পোর দুমাই অঞ্চলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। যাতে করে পশ্চিমাকে সিরিয়ার সরকারের বিরুদ্ধে সামরিক হামলার জন্য উস্কে দিতে পারে।

iqna

 

 

captcha