IQNA

বছরের প্রথম ৩ মাসেই কাশ্মীরে ১৬২ জনের প্রাণহানি

21:53 - April 06, 2019
সংবাদ: 2608278
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে চলতি বছরের প্রথম তিন মাসে বিভিন্ন সহিংসতায় অন্তত ১৬২ জনের প্রাণহানি হয়েছে। গতকাল শুক্রবার কোয়ালিশন অব সিভিল সোসাইটি নামের একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ৮৩ জওয়ান, ৫৮ জন জঙ্গি ও ২১ বেসামরিক লোক রয়েছে। ২০১৮ সালে প্রথম তিন মাসে জম্মু-কাশ্মীরে নিহত হয়েছিল ১১৯ জন।

প্রতিবেদনে জানানো হয়, বছরের প্রথম তিন মাসে জম্মু-কাশ্মীরে গত ২৯ বছরে সংঘটিত সশস্ত্র বিদ্রোহে এবারই বিচ্ছিন্নতাবাদীদের চেয়ে সেনা সদস্যদের প্রাণহানি বেশি হয়েছে।

এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরে আধাসামরিক বাহিনীর ওপর এক কাশ্মীরি তরুণের আত্মঘাতী হামলায় ৪৮ জওয়ান নিহত হয়। যেখানে আত্মহত্যায় ৭ জওয়ান ও অভ্যন্তরীণ কোন্দলে ৩ জনের প্রাণহানি হয়।

নিহত হওয়া বেসামরিক লোকদের মধ্যে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৭ জন, সীমান্তে গোলাবিনিময়ে ৬ ও ৪ জন নিহত হয় গ্রেনেড ও আইইডি বিস্ফোরণে।

১৯৪৭ সালের ভারত বিভক্তির পর এ পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৪৮, ১৯৬৫ ও ১৯৭১ সালে ৩টি যুদ্ধ সংঘটিত হয়। যেখানে ১৯৪৮ ও ১৯৬৫ সালের যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে।

১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত দুদেশের মধ্যে যুদ্ধে ভারতীয় সেনাদের হাতে সহস্রাধিক লোকের প্রাণহানি হয়।

উল্লেখ্য, বিতর্কিত কাশ্মীর অঞ্চলটিতে ভারত ও পাকিস্তান উভয় দেশই নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়। ওই অঞ্চলের একটি অংশ আছে চীনের দখলে। iqna

captcha