IQNA

ইমাম কাজিম (আ.) ও ইসলাম অবমানকারী ব্যক্তি দায়েশের সাথে জড়িত রয়েছে

22:52 - April 08, 2019
সংবাদ: 2608293
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নাজাফের পুলিশ বিভাগ ঘোষণা করেছে: ইসলাম বিরোধী শ্লোগান এবং ইমাম কাজিম (আ.)কে নিয়ে এক ব্যক্তি গত সপ্তাহে সামাজিক নেটওয়ার্কে অবমননাকর উক্তি প্রকাশ করেছে। এই ব্যক্তিকে নাজাফ থেকে গ্রেফতার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: গ্রেফতারকৃত ব্যক্তি সামাজিক নেটওয়ার্কে ধর্মীয় প্রতীক এবং ইমাম কাজিম (আ.)কে নিয়ে অবমাননাকর উক্তি ও ছবি প্রকাশ করেছে। পুলিশ এই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এই ব্যক্তি নাজাফে “শিনাশীল” কফি শপের মালিক। ইরাকি সংবিধান ও আইনের শাসনের উপর ভিত্তি করে ধর্মীয় প্রতীক এবং ইমাম কাজিম (আ.)কে নিয়ে অবমাননাকর উক্তি ও ছবি প্রকাশ কারার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

নাজাফের পুলিশ ৭ম এপ্রিল ঘোষণা করেছে, এই ব্যক্তি স্বীকার করেছে যে, তার সাথে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের যোগাযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, এই ব্যক্তি ইরাকি যুবকদের মস্তিষ্ক ওয়াশিং এবং নৈতিক মূল্যবোধ লক্ষ্যবস্তু করে তাদেরকে দায়েশের দলে যোগ দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতো।

এই ব্যক্তি আরও স্বীকার করেছে যে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের হয়ে কাজ করার জন্য তার সাথে আরও তিন ব্যক্তি রয়েছে। পরবর্তীতে অতি দ্রুত এই তিনজনকে পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, বিগত দুই বছর যাবত তাদের সাথে দায়েশের যোগাযোগ রয়েছে।

এসকল ব্যক্তিরা অর্থের বিনিময়ে ধর্মীয় প্রতীকের অবমাননা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি ও যুবকদের রাষ্ট্রদ্রোহি করার জন্য চেষ্টা করেছিল। iqna

captcha