IQNA

দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে আমেরিকা

22:36 - December 30, 2019
সংবাদ: 2609934
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেয়া হয়েছে। গতরাতেই তাদেরকে দূতাবাস থেকে সরিয়ে একেবারে বাগদাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এছাড়া দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরাকে আমেরিকার প্রধান দুই ঘাঁটি 'এইন আল আসাদ' ও 'কে-ওয়ান'-কে পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।

মার্কিন বাহিনী ইরাকের হাশ্‌দ আশ শাবি'র কয়েকটি ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর পাল্টা জবাবের আশঙ্কা করছে।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও বিদায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদিসহ শীর্ষ নেতারা সেদেশের বাহিনীর ওপর মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছেন।

গতকাল (রোববার) শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে। iqna

 

captcha