IQNA

করোনাভাইরাসে সৌদির মুয়াজ্জিনের মৃত্যু

0:04 - June 12, 2020
সংবাদ: 2610948
তেহরান (ইকনা): কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মুয়াজ্জিন “শাইখ সালিম মাশুত আল-আনজী”র মৃত্যু হয়েছে।

রিয়াদের পশ্চিমাঞ্চলীয় সালেহ আল-ফারিজা মসজিদে টান ১৬ বছর আযান দেওয়ার পর শাইখ সালিম মাশুত আল-আনজী সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শেখ আল-আঞ্জির ছেলে, নায়েফ জানিয়েছেন, তার বাবা সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে, গত ২৪ ঘণ্টায় ৩৭১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৩৬ জনের মৃত্যু হয়েছে।

সৌদি সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে এপর্যন্ত করোনাভাইরাসে ১১২,২৮৮ জন আক্রান্ত হয়েছে এবং ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। iqna

 

captcha