IQNA

মিশরীয় ওয়েবসাইট প্রকাশিত হয়েছে;

মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে শাহাত আনোয়ারের কুরআন তিলাওয়াতের ছবি

19:05 - June 18, 2020
সংবাদ: 2610979
তেহরান (ইকনা): মিশরের সিদা আল-বালাদ ওয়েবসাইটে প্রখ্যাত ক্বারি মরহুম শাইখ শাহাত মুহাম্মাদ আনোয়ারের ৩০ বছর বয়সের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ছবিটি ১৯৯০ সালের অন্তর্গত। মিশরের এই প্রসিদ্ধ ক্বারি ‌১৯৯০ সালে মালদ্বীপে সফর করেন। এই সফরকালে তিনি তৎকালীন প্রেসিডেন্ট মাওমুন আবদুল কাইয়ুমের প্রাসাদে কুরআন তিলাওয়াত করেন।

শাইখ শাহাত আনোয়ার ১৯৫০ সালের ১ জুলাই মিশরের দিয়ালা প্রদেশের কাফর আল-উজির গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের ৯০ দিন পর তার পিতা ইন্তেকাল করেন। পিতার ইন্তেকালের পর তার মামা তার দায়িত্ব গ্রহণ করেন এবং কুরআন হেফজ করতে তাকে সর্বপ্রকার সহায়তা করেন।

শাইখ শাহাত মুহাম্মাদ আনোয়ার মাত্র ৮ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হেফজ করেন। ১৯৭৯ সালে মিশরের কুরআনিক রেডিওতে নিয়মিত কুরআন তিলাওয়াত শুরু করেন। ১৯৮০ সালে হজ পালনের জন্য তিনি সৌদি আবর সফর করেন।

শাহাত মোহাম্মদ আনোয়ার অস্ট্রিয়া, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, মালদ্বীপ, কমোরোস দ্বীপপুঞ্জ, জায়ের, ক্যামেরুন, লন্ডন, লস অ্যাঞ্জেলেস এবং ইরান সহ অনেক দেশে সফর করেছেন। মিশরের এই প্রসিদ্ধ ক্বারি ইরান ও লেবাননে অনুষ্ঠিত রমজান রাতের স্মরণ নামক বিশেষ অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেছেন। বিশ্ববিখ্যাত এই ক্বারি ২০০৮ সালের ১৩ই জানুয়ারি ইন্তেকাল করেন। iqna

 

মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে শাহাত আনোয়ারের কুরআন তিলাওয়াতের ছবি

১৯৯০ সালে শাহাত মোহাম্মদ আনোয়ার মালদ্বীপের তৎকালীন প্রেসিডেন্টের প্রাসাদে কুরআন তিলাওয়াত করছেন

 

captcha