IQNA

ইরাকে দায়েশের হামলায় নিহত ৮, আহত ৫

20:02 - September 05, 2021
সংবাদ: 3470619
তেহরান (ইকনা): ইরাকের কিরকুক শহরের উত্তরাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের হামলার ফলে ইরাকি ফেডালের পুলিশের ৮ জন সদস্য নিহত এবং অপর ৫ জন আহত হয়েছেন।

দাকুক এলাকার একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিরকুকের আল-রাশাদ এলাকার সতীহ গ্রামের কাছে ইরাকি ফেডারেল পুলিশের ৫ম বিভাগে ১৯তম ব্রিগেডের দ্বিতীয় রেজিমেন্টের একটি চেকপয়েন্টে দায়েশের সন্ত্রাসীরা হামলা চালায়।

তিনি বলেন: এই সশস্ত্র হামলায় চেকপয়েন্টে নিয়োজিত দুই পুলিশ নিহত হয়। এছাড়াও ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশ এবং রেঞ্জার বাহিনীর পথে তিনটি গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে আরও ৬ জন নিহত এবং ৫ জন আহত হন।

কিরকুক প্রাদেশিক নিরাপত্তা কমিটির প্রাক্তন সদস্য শেখ বোরহান মাজহার আল-আসি বলেন: কিছু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটছে। আর এজন্য এখনই ইরাক সরকারকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে গুরুতর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নিকট সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।  iqna

captcha