IQNA

পাকিস্তানি অভিনেত্রীর বিরুদ্ধে মসজিদ অবমাননার অভিযোগ

0:08 - October 08, 2021
সংবাদ: 3470784
তেহরান (ইকনা): লাহোরের এক ঐতিহাসিক মসজিদে একটি নাচের ভিডিও শ্যুট করার অভিযোগে পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লাহোর ম্যাজিস্টেরিয়াল কোর্ট। 
এছাড়াও পাকিস্তানি সংগীতশিল্পী বিলাল সাইদের বিরুদ্ধেও জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জানা গিয়েছে, আদালতে বার বার ডেকে পাঠানোর পর শুনানিতে হাজির হননি অভিনেত্রী ও সংগীতশিল্পী। তাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৬ই অক্টোবর।
 
গতবছর দায়ের কারা অভিযোগের ফলে তাদেরকে মামলার শুনানির জন্য আদালতে তলব করা হয়।
 
লাহোরের ওয়াজির খান মসজিদের অবমাননা করার জন্য লাহোর পুলিশ গত বছর সাবা কামার এবং বিলাল সাইদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ২৯৫ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে।
 
এফআইআর সূত্রে জানা গিয়েছে, "ওয়াজির খান" নামক মসজিদের ভিতরে নাচের ভিডিও শ্যুট করে ধর্মস্থানের পবিত্রতা নষ্ট ও এই পবিত্র স্থানের অবমাননা করেছেন তারকারা। পাকিস্তানের সাধারণ মানুষ এই অবমাননা মেনে নিতে পারেননি। 
 
এই ঘটনাসূত্রে পাকিস্তানের পঞ্জাব সরকার ২ জন সিনিয়র পুলিশ অফিসারকে বরখাস্তও করেছে। তাদের অপরাধ, মসজিদের পবিত্রতা রক্ষা করতে তারা ব্যর্থ হয়েছেন। 
 
এমনকি সাধারণ মানুষ এই ঘটনার পর থেকে দুই তারকাকে খোলাখুলি খুনের হুমকিও দেয়। ঘটনা এতটাই গুরুতর আকার ধারণ করে যে সাবা ও বিলালকে ক্ষমা চাইতে হয় পাকিস্তানের মানুষের কাছে। কিন্তু তাতেও দমেননি আমজনতা।  iqna
captcha